
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে জুয়া ও মাদকবিরোধী বিশেষ অভিযানে পুলিশের ওপর সংঘবদ্ধ হামলার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ এক রাউন্ড ফাঁকা গুলি ছুড়তে বাধ্য হয়। এ ঘটনায় পুলিশ সদস্যসহ অন্তত ৬ জন আহত হয়েছেন। বুধবার (১৪ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ১নং বুলাকীপুর ইউনিয়নের কুলানন্দপুর এলাকায় করতোয়া নদীর খেয়াঘাট সংলগ্ন একটি পরিত্যক্ত জমিতে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে জুয়ার সরঞ্জাম, নগদ অর্থ ও ফেনসিডিল উদ্ধারসহ ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন—রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার আলতাফ হোসেন (৪৫), রঞ্জু মিয়া (৩৮), রফিকুল ইসলাম (৫০), দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ময়নুল ইসলাম (৫২) এবং গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার সাদেকুল ইসলাম (৫০)। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে কুলানন্দপুর এলাকায় বড় ধরনের জুয়ার আসরের পাশাপাশি মাদক কেনাবেচা চলছে। খবর পেয়ে সহকারী পুলিশ সুপার (হাকিমপুর সার্কেল) আ.ন.ম নিয়ামত উল্লাহর নেতৃত্বে ঘোড়াঘাট থানার ওসি শহিদুল ইসলামসহ পুলিশের একটি দল সেখানে পৌঁছালে জুয়াড়ি ও মাদক কারবারিরা সংঘবদ্ধ হয়ে পুলিশের ওপর আক্রমণ চালায়। প্রায় শতাধিক ব্যক্তির একটি দল লাঠিসোটা ও ইট-পাটকেল নিয়ে পুলিশের ওপর ঝাঁপিয়ে পড়লে রণক্ষেত্রে পরিণত হয় এলাকাটি।
হামলায় ঘোড়াঘাট থানার এএসআই মো. আরিফ হোসেন, এএসআই আব্দুল মান্নান সরকার, কনস্টেবল তুহিন বাবু, মিঠুন চন্দ্র দাস ও জাহাঙ্গীর আলমসহ কয়েকজন পুলিশ সদস্য গুরুতর জখম হন। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং আত্মরক্ষার্থে সহকারী পুলিশ সুপারের নির্দেশে কনস্টেবল জাহাঙ্গীর আলম তার ইস্যুকৃত পিস্তল থেকে এক রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন। গুলির শব্দে হামলাকারীরা ছত্রভঙ্গ হয়ে গেলে পুলিশ ঘটনাস্থল থেকে ৫ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়। এ সময় সেখান থেকে জুয়া খেলার ১৩টি ফরগুটি, ২টি বড় ডাবু, নগদ ৪ হাজার ৮০০ টাকা, ৫টি মোবাইল ফোন এবং ৫ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।
সহকারী পুলিশ সুপার (হাকিমপুর সার্কেল) আ.ন.ম নিয়ামত উল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওই এলাকাটি সীমান্তবর্তী ও দুর্গম চরাঞ্চল হওয়ায় একটি অপরাধচক্র দীর্ঘদিন ধরে সেখানে জুয়া ও মাদক ব্যবসা চালিয়ে আসছিল। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এ ঘটনায় ঘোড়াঘাট থানায় মাদক, জুয়া এবং পুলিশের ওপর হামলার অভিযোগে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের বৃহস্পতিবার দুপুরে দিনাজপুর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এম.এম/সকালবেলা